স্টাফ রিপোর্টার: শাহরাস্তি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মামলার ৩ আসামি কে গ্রেফতার করেছে পুলিশ।  গত  ২৩/১১/২০২৩ইং তারিখ শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ  মোহাম্মদ আলমগীর হোসেনের সার্বিক  দিক-নিদের্শনায় এসআই/ কিশোর বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৯, তারিখ-৩১ অক্টোবর, ২০২৩; জি আর নং-১৬১, তারিখ- ৩১ অক্টোবর, ২০২৩, ধারা-15(3)/25(d) The Special Powers Act, 1974; তৎসহ 3/6 The Explosive Substances Act, 1908 এর তদন্তে প্রাপ্ত  আসামী জাতীয়তাবাদী দল-বিএনপি এর সক্রিয় কর্মী ১। সাজ্জাদুল ইসলাম (২০), পিতা-শহিদুল ইসলাম, মাতা-নাজমা আক্তার, সাং-টামটা (মধ্য পাড়া চৌধুরী বাড়ী), ২। মোঃ মাসুদ আলম (৩২), পিতা-মৃত আঃ মুনাফ, মাতা-ফিরোজা বেগম, সাং-টামটা (পূর্ব পাড়া পাটওয়ারী বাড়ী), ৩। মোঃ মনির হোসেন (২৭), পিতা-মৃত জাহাঙ্গীর আলম, মাতা-বদরুন্নেছা, সাং-শ্রীপুর (পাটওয়ারী বাড়ী), সর্ব থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুরগণকে থানা এলাকার বিভিন্ন স্থান হইতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত আসামীগণকে প্রয়োজনীয় পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ  করা হয়।
ক্যাপশন: শাহরাস্তি মডেল থানা পুলিশের অভিযানে মামলায  আটককৃত বিএনপি কর্মী   সাজ্জাদুল ইসলাম (২০),মাসুদ আলম (৩২), ও মনির হোসেন (২৭)।