শাহরাস্তির জনতা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আবুল কালাম আজাদ
ক্যাপশন: শাহরাস্তির জনতা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচনে বিজয়ী সভাপতি মোঃ আবুল কালাম আজাদ সহ শিক্ষক ও পরিচালনা পর্ষদ নেতৃবৃন্দ।
নোমান হোসেন আখন্দ :
শাহরাস্তির ঐতিহ্যবাহী জনতা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি নির্বাচিত হলেন মোঃ আবুল কালাম আজাদ।
শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্যবাহী জনতা উচ্চবিদ্যালয় ( মোফল্লা) ম্যানেজিং কমিটির নির্বাচনে টানা ৪র্থ বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো আবুল কালাম আজাদ।
৩ ডিসেম্বর রোববার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকল্পে এ নির্বাচন সম্পন্ন হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী রুহুল আমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নির্বাচিত অভিভাবক সদস্য, সংরক্ষিত ও শিক্ষক প্রতিনিধির সর্বসম্মতীক্রমে সাবেক ছাত্রনেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ জনতা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদ আলম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ নজরুল ইসলাম মিয়াজী, নির্বাচিত অভিভাবক সদস্য আব্দুর রহিম তালুকদার, মোঃ আনোয়ার হোসেন, জহির মিয়াজী, মোঃ ইসমাইল হোসেন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নাছিমা আক্তার।
নব-নির্বাচিত সভাপতি মোঃ আবুল কালাম বলেন, বিগত দিনে আপনারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে স্কুলের সার্বিক কল্যানে কাজ করেছেন, আগামী দিনে সে ধারা অব্যাহত রাখবেন। সবার সহযোগিতায় এ প্রতিষ্ঠানকে আধুনিক, উন্নত ও উপজেলায় মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এ সময় তিনি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।