প্রেস রিলিজ’’


শারাস্তিতে বসত বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ সংক্রান্ত একটি মিথ্যা প্রতিবেদন গত ০৮-১২-২০২৩ইং তারিখে চাঁদপুররের একটি একটি স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়।পরবর্তীতে স্থানীয় সূত্রে জানা যায়, মিথ্যা ও বানোয়াট।
একটি সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল প্রতিহিংসা মূলক ভাবে ওই এলাকার স্থানীয় যুবক মোঃ মানিক পাটোয়ারী, পিতা- মোঃ শফিউল্লাহ, মোঃ নাহিদ পাটোয়ারী, পিতা- মৃত আব্দুর রহিম,মোঃ রুমান মজুমদার,পিতা- তাজুল ইসলাম, মোঃ রফিক,পিতা- অজ্ঞাত,এই চার যুবকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে শাহরাস্তি থানায় তাজউদ্দিন নামক এক ব্যক্তিকে বাদী করে গত ০৫-১২-২৩ইং তারিখে একটি সাধারণ ডায়েরি করানো হয়।
যাহা পরবর্তীতে বাদী তাজউদ্দীন তাহার ভুল বুঝতে পেরে ৬-১২-২৩ইং তারিখে তাহার দাখিলকৃত অভিযোগটি ভুল বুঝাবুঝি হয়েছে মর্মে স্বেচ্ছায় প্রত্যাহার করিয়া নেয়।> কিন্তু দৈনিক আলোকিত চাঁদপুর” পত্রিকার স্থানীয় রিপোর্টার উক্ত বিষয়টি তদন্ত না করে সমাজের অসাধু কিছু ব্যক্তির প্ররোচনায় গত ০৮-১২-২৩ইং তারিখে একটি মিথ্যা এবং গুজব প্রতিবেদন প্রকাশ করে। যাহা ছিল সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত।
স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে জানা যায় একটি কুচক্রী মহল ওই যুবকদেরকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে উল্লেখিত পত্রিকার স্থানীয় রিপোর্টারকে প্রভাবিত করে এই গুজব এবং ভিত্তিহীন প্রতিবেদনটি প্রকাশ করে।
উক্ত অভিযোগের বাদী তাজউদ্দিন এবং সাক্ষী কে জিজ্ঞাসাবাদ করে জানা যায় পত্রিকায় প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এরকম কোন ঘটনা সেদিন আমার বোনের বাসা-বাড়িতে ঘটে নাই। আমি অন্যের প্ররোচনায় সেদিন এই অভিযোগটি করেছিলাম,পরবর্তীতে আমি আমার ভুল বুঝতে পেরে পরের দিন ০৬-১২-২৩ইং তারিখে শাহারাস্তি থানায় আমার দাখিলকৃত অভিযোগটি স্বেচ্ছায় প্রত্যাহার করিয়া নেই। আমি পত্রিকায় প্রকাশিত সংবাদ এর বিষয়ে কিছুই জানিনা,কে বা কাহারা এই সংবাদ প্রকাশ করিয়াছে আমি তাও জানিনা।
ভুক্তভোগী ওই চার যুবকদের সাথে সরাসরি কথা বলে জানা যায়, তারা একটি স্থানীয় কুচক্রী মহলের প্রতিহিংসার শিকার। ইহা বাদী তাজউদ্দিন ও তাহার বক্তব্যে স্বীকার করেছেন।
তারা বলেন ০৬-১২-২৩ইং তারিখের মীমাংসিত মিথ্যা অভিযোগটি ০৮-১২-২৩ইং তারিখে অর্থাৎ দুইদিন পরে পত্রিকায় মিথ্যা প্রতিবেদন প্রকাশ করে। উক্ত মিথ্যা প্রতিবেদনটি প্রকাশ করার বিষয়ে তারা সকলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তারা আরোও বলেন এভাবে চলতে থাকলে দিন দিন সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাবে।