শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত।
- শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুইঁয়া ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
ডেস্ক নিউজঃ শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১’শের প্রথম প্রহরে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় । বিকেলে পৌরসভাধীন মেহার কালীবাড়িস্থ শাহরাস্তি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের স্মরণে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুইঁয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সহসভাপতি মো: মাসুদ রানা, সৌদি আরব থেকে টেলিকনফারেন্সে সংযুক্ত হন যুগ্ন সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম হ্নদয়, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম রতন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ, কার্যকরী সদস্য মোঃ আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির।
বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহযোগী সদস্য , মোঃ ইউসুফ পাটোয়ারী লিংকন, মো: রুহুল আমিন তরুণ, মো: ফিরোজ বেপারী, ইমতিয়াজ সিদ্দিকী তোহা, মো: ইউসুফ আলী, সৈয়দ মোকাদ্দেস হোসেন সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
সভায় ভাষার জন্য আত্মত্যাগকারী রফিক, সালাম, জব্বার, সফিক সহ শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।