শাহরাস্তির পৌরসভার ৩নং ওয়ার্ড উপ-নির্বাচনে শহিদুল ইসলাম মজুমদার বিজয়ী
মোঃ জাহিদঃ শাহরাস্তি পৌরসভার ৩ নং ওয়ার্ডের উপ- নির্বাচনে পাঞ্জাবি প্রতিকের প্রার্থী মোঃ শহিদুল ইসলাম মজুমদার ৭ শত ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উটপাখি প্রতিকের প্রার্থী মোঃ জসিম উদ্দিন পেয়েছেন ৬ শত ৪৬ ভোট। এছাড়া অপর প্রার্থী মো: আবুল কালাম পেয়েছেন ১ শত ৯২ ভোট। উল্লেখ্য, এ ওয়ার্ডের কাউন্সিলর মো: মকবুল আহমেদ এর মৃত্যুতে এ ওয়ার্ডের আসনটি শূন্য হয়। দিনব্যাপী সুষ্ঠু শান্তিপূর্ন ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে এ ওয়ার্ডের সুয়াপাড়া জিকে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ উপ- নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান। এ ওয়ার্ডে মোট ভোটার ২ হাজার ৮ শত ৯ জন, এতে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ হাজার ৫ শত ৮২ জন।