শাহরাস্তির কালিয়াপাড়া কচুঁয়া সড়কের বশিরউল্ল্যাহ মেডিকেল কলেজ এলাকায় পিকাপ -সিএনজি অটোরিকশা সংঘর্ষে হতাহতরা।

মোঃ জাহিদঃ  চাঁদপুরের শাহরাস্তিতে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক কুমিল্লায় প্রেরণ করেছেন। ২৭ মার্চ বুধবার রাতে কালিয়াপাড়া- কচুয়াঁ সড়কের বশিরউল্ল্যাহ মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে আটটার দিকে কালিয়াপাড়া বাজারমুখী সিএনজি অটোরিকশা দ্রুত গতিতে আসা পিকাপ ভ্যানটিকে অতিক্রম করে সামনে থাকা অন্য একটি গাড়ি দেখতে পেয়ে গতি নিয়ন্ত্রণ করতে রাস্তার উপর উল্টে পড়ে যায়। এ সময় পিছনে থাকা পিকআপ ভ্যানটি সিএনজির উপর আছড়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই হোসেনপুর এলাকার কাঁচামাল বিক্রেতা আবুল কাশেম( ৫৪) মারা যান। গুরতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে হোসেনপুর এলাকার কৃষক আবদুর রব(৫৮) মারা যান। এ দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন কচুঁয়া উপজেলার আশরাফপুর গ্রামের আবদুর রশিদ,(২৪) ও মাসনিগাছা গ্রামের আশেক আলীর পুএ মিলন( ২২) হোসেন, আহত অপর ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকরা জানান, গুরতর আহতদের আশঙ্কা জনক। তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ দূর্ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে হাসপাতালে এলাকায় নিহতের স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে।