শাহরাস্তি ব্যুরো।। শাহরাস্তি প্রেসক্লাবের নিজস্ব সম্পত্তির নামজারি খতিয়ান সম্পূর্ণ হয়েছে। ২৩ এপ্রিল দুপুরে শাহারাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী উক্ত নামজারি খতিয়ান টি শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, নির্বাহী সদস্য ফয়েজ আহমেদ, অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন ও সাংবাদিক হাসান আহমেদ বাবলু। এ সময় সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা চৌধুরী বলেন, আমি আন্তরিকভাবে কাজ করতে চাই, কোন সেবা গ্রহিতা যাতে হয়রানি শিকার না হয় সেই দিক মাথায় রেখে আমি সেবা দিতে চেষ্টা করি। শাহরাস্তি প্রেসক্লাবের কাজটি করে দিতে পেরে আমি আনন্দিত।
নামজারি খতিয়ান হাতে পেয়ে শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল বলেন, আজ আমরা গর্ব করে বলতে পারি শাহরাস্তি প্রেসক্লাবের নিজস্ব স্থান হয়েছে। এ কাজটি করতে গিয়ে যাদের সহযোগিতা পেয়েছি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রেসক্লাবের উন্নয়নে সবসময়ই আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি।