নির্বাচন বর্জনের দাবিতে শাহরাস্তিতে ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বে লিফলেট বিতরণ
শাহরাস্তি ব্যুরো।। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তি এবং বর্তমান সরকারের সাজানো নির্বাচন কমিশনের অধীনে প্রশাসন ও পুলিশের প্রকাশ্য একপেশে ভূমিকার প্রতিবাদে স্থানীয় উপজেলা নির্বাচন বর্জনের ডাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের নেতৃত্বে শাহরাস্তি উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনে নেতা কর্মীরা লিফলেট বিতরণ করেছে। ১১ মে বিকেলে শাহরাস্তি উপজেলা দোয়াভাঙ্গা বাস স্ট্যান্ডে নেতা কর্মীদেরকে নিয়ে ইঞ্জিনিয়ার মমিনুল হক লিফলেট বিতরণ করেন। পরবর্তীতে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় প্রধান অতিথি হিসেবে ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, আগামী ২১ মে ভোটকেন্দ্রে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের কোন নেতা কর্মী ভোটকেন্দ্রে যাবে না। জনগণ সরকারের সাজানো নির্বাচন বর্জন করেছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, সহসভাপতি শাহ মোহাম্মদ আলী, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আলী আজগর মিয়াজী, সদস্য সচিব এহতেশামুল গনি, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম, সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোস্তাফিজুর রহমান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, পৌর শ্রমিক দলের আহবায়ক মোঃ আব্দুল খালেক।