কবি কাজী নজরুল ইসলাম এর প্রতি শ্রদ্ধা এবং আমার লেখা কবিতা উৎসর্গ করছি
আপডেটঃ মে ১৬, ২০২৪ | ২:৪৭
59 ভিউ
কবিতা – নজরুল
রোটা: মো: জাহাঙ্গীর আলম হৃদয়
আমি বিদ্রোহী হতে চাই রণক্লান্ত
আমার বাঁশির সুর দূর্বিষহ মাতালের মতো
আমি চঞ্চল আঁখির পল্লিবালার প্রেমে
আমার সকল বিজয় তার কাছে যাক থেমে।
মৃত্যুর ক্ষুধা থামিয়ে দিতে চাই
মানুষে মানুষে বলি শোনো
কোন ভেদা ভেদ নাই
আমি চিরতরুণ চিরসবুজ পাখি
অন্যায়, অবিচার দেখে ভিজে ওঠে এই প্রেমিক আঁখি।
আমি নজরুল, আমার দু চোখে সুন্দরের গান
সুন্দর – সত্যে জীবন হোক শুভ্র, অমৃত অম্লান।
লেখক পরিচিতি :
প্রবাসী সাংবাদিক, নাট্যকার, কবি
সৌদি আরব।