মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব প্রতিনিধি:   চাঁদপুর শাহরাস্তি টামটা দক্ষিণ ইউনিয়নের জেদ্দা প্রবাসী সিরাজুল ইসলাম শিমু (৩৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৩০ জুলাই) কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে জেদ্দায় সড়কের ওপরে হঠাৎ করে ঘুরে পড়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেদ্দায় সোলেমানিয়া হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেন। মরদেহ বর্তমানে জেদ্দায় সোলেমানিয়া হাসপাতালের মর্গে রয়েছে।

তার মরদেহ জেদ্দা দূতাবাসের মাধ্যমে দ্রুত পরিবারের কাছে পাঠানোর জন্য আকুল আবেদন জানিয়েছেন। এক বুক স্বপ্ন নিয়ে সিরাজুল ইসলাম শিমু প্রায় তিন বছর আগে সৌদি আরবের জেদ্দায় পাড়ি জমান।

সিরাজুল ইসলাম শিমুর মৃত্যুতে সৌদি আরব শাহরাস্তি ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিয়াজী, উপদেষ্টা ফখরুল ইসলাম বিলাস, সদস্য জয়নাল আবেদীনসহ সংগঠনের পক্ষ থেকে তাহার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।