শাহরাস্তি বন্যা কবলিত মানুষকে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছেন প্রবাসী ফখরুল ইসলাম বিলাস
মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়: শাহরাস্তি উপজেলা বন্যা কবলিত মানুষ এবং আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছেন শাহরাস্তি উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ও সাবেক ছাএনেতা ফখরুল ইসলাম বিলাস । বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মতো চাঁদপুর শাহরাস্তি উপজেলায় বন্যা কবলিত রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ৪০০ পরিবারের মাঝে প্রথম ধাপে তিনি ত্রাণ সহায়তা দিয়েছেন, এরপর দ্বিতীয় ধাপে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা – পরান পুর ১ নং ওয়ার্ডে ৮০ পরিবারের মাঝে নগদ অর্থ প্রধান করেন। শাহরাস্তি উপজেলার অন্যান্য ইউনিয়নগুলোতে তিনি ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ব্যক্তিগত তহবিল থেকে বন্যা কবলিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন শাহরাস্তি উপজেলার প্রতিটি পরিবার, প্রতিটি মানুষ ভালো থাকলেই ভালো থাকা হবে আমাদের ,তাই সকলের উচিত বানভাসি এবং বন্যাকবলিত পরিবারের পাশে থাকা।