সার্কেল ৯৫- ৯৭ হাজিগঞ্জ – শাহারাস্তি উদ্যোগে বন্যার্ত ও জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২৪ | ১২:৪০
20 ভিউ
মাহবুব হাসান বাবলুঃ সার্কেল ৯৫- ৯৭ হাজীগঞ্জ – শাহরাস্তির উদ্যোগে ও খন্দকার মনিরুজ্জামান শান্তর নেতৃত্বে বন্যার্ত জনগোষ্ঠীর মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৮ ই সেপ্টেম্বর শনিবার দিনব্যাপী শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। সার্কেল ৯৫- ৯৭ ব্যাচের প্রফেসর সেলিম পাটোয়ারী সার্বিক তত্ত্বাবধানে এবং ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন খোকনের পরিকল্পনায় হাজিগঞ্জ- শাহারাস্তি বিভিন্ন পয়েন্টে সার্কেল গ্রুপের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণে গ্রুপের যে সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন তাদের মধ্যে প্রফেসর মাসুদ পাটোয়ারী মোঃ সুমন কুমিল্লা থেকে আগত বন্ধু জান্নাতুল ফেরদাউ বিউটি, শামীম হোসেন, এডমিন প্যানেলের অন্যতম সদস্য জহিরুল ইসলাম,এমরান হোসেন শাহানুর, সালাম, জে এইচ. টিপু, ইঞ্জিনিয়ার মোঃ ওমর ফারুক, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ তোফাজ্জল,মো রফিকুল ইসলাম, ফারুক হোসেন, কামরুজ্জামান সুমন। খাদ্য সামগ্রী বিতরণ করার সময় সাংবাদিক দের এক প্রশ্নের জবাবে খন্দকার মনিরুজ্জামান শান্ত বলেন যে কোন প্রাকৃতিক দূর্যোগে সাধারণ মানুষ গুলো খুবই অসহায় হয়ে পরে তাই এ-সময় যদি সমাজের বৃত্তবানরা পাশে দাড়ানো টাই হচ্ছে মানবতা। আর এই মানবিক কাজ করার জন্যই সার্কেল ৯৫-৯৭ হাজিগন্জ -শাহরাস্তি সংগঠন টি সৃষ্টি হয়েছে। আগামীতেও আমরা দেশের ক্লান্তি লগ্নে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সার্কেল নেতৃবৃন্দ।