হাইমচরে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


মোঃ শরীফ হোসেনঃ ইসলামিক ফাউন্ডেশন হাইমচর উপজেলা শাখার আয়োজনে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম শিক্ষা বর্ষের শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে হাইমচর মডেল মসজিদ হলরুমে ইসলামিক ফাউন্ডেশন হাইমচর উপজেলার ফিল্ড সুপারভাইজার মাওলানা জুলফিকার হাসান মুরাদ এর সভাপতিত্বে ও মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের মডেল শিক্ষক হাফেজ মাওলানা নাজমুল হক ফারুকীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং পুরুষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা।
এসময় তিনি বলেন, যার বুকের মধ্যে কোরআন আছে তারচাইতে জ্ঞানী কেউ হয় না। যে কোরআন মুখস্ত করতে পারে আল্লাহ তাকে ঐ বেসিকটা দিয়েছে, যাতে সে কোরআনকে বুকে ধারণ করতে পারে। আমাদের মধ্যে হয়তো দুনিয়ার জ্ঞানটা বেশি। যার মধ্যে আল্লাহর জ্ঞানটা আছে সে হয়তো আখিরাতে এগিয়ে যাবে। দুনিয়াতো অনেক ছোট ক্ষনিকের। আখিরাত অনেক বড়, যার কোন শেষ নেই এবং ঐটাই চুড়ান্ত। যারা শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন, এটা খুবই সম্মানের একটি পেশা। আপনাদের হাতেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ কেমন হবে। আপনাদের শিক্ষার আলোতে যেন ছোট ছোট শিক্ষার্থীরা দুনিয়াও আখিরাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। নিজেদেরকে ভাল মানুষ হিসেবে তৈরি করতে পারে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুল জামান, হাইমচর থানা অফিসার ইনচার্জ এর পক্ষে এসআই মোঃ সালেহ, থানা মসজিদের ইমাম ও উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আবু ইউসুফ মিয়া, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল বেপারী, হাইমচর প্রেসক্লাব সদস্য সচিব সাহেদ হোসেন দিপু পাটোয়ারী, কাটাখালী হামিদিয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম এবং শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আবু জাফর মোঃ সালেহ।