ফরিদগঞ্জে স্বাধীনতার ৫৩ বছর পরও মিলেনি ২টি গ্রামের উন্নয়নের ছোঁয়া। সেঁতুর অভাবে যাতায়াতে চরম দর্ভোগে শিকার গ্রামবাসী


তারেক রহমান তারুফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধিঃচাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর উনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব ভাওয়াল ও পশ্চিম ভাওয়াল গ্রামে স্বাধীনতার ৫৩ বছর পরও মিলেনি উন্নয়নের চোয়া। সরজমিনে গিয়ে দেখা যায় যে তালুকদার বাড়ী সংলগ্ন খালের উপর একটি সেতুর অভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছে দু গ্রামের কয়েক হাজার মানুষ। সেতু নির্মান না হওয়ায় বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্হানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিশু বয়স্ক,ডেলিভারি রোগীসহ অন্যান্যরা। দীর্ঘদিন ধরেই এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে ও নিজেদের অর্থায়নে কাঠ ও বাঁশ দিয়ে একটি সেতু নির্মান করলেও বর্ষা মৌসুমে জরাজীর্ণতায় ঐ সেতু ভেঙ্গে যানবাহন ও শিক্ষক সহ কয়েকজন শিক্ষার্থী প্রতিনিয়তই পানিতে পড়ে বই খাতা ভিজে চরম দুর্ঘটনা ঘটেছে বলেও জানান ভুক্তভোগীরা। এভাবে বছরের পর বছর কাঠবাশঁ দিয়ে সেতু তৈরী করে ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় সর্বস্তরের মানুষকে। দীর্ঘ দিন এভাবে চলতে থাকলেও সংশ্লিষ্টদের নজরদারী না থাকায় সেতু নির্মানে কোনো ব্যবস্হা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। একটি সেতুই পারে ঐ এলাকার হাজারো মানুষের চরম ভোগান্তি দুর করতে। নির্বাচনের সময় আসলেই চেয়ারম্যান, মেম্বার প্রতিশ্রুতি দেয় রাস্তা ও সেতুটি নির্মাণ করে দিবে। কিন্তু নির্বাচন হওয়ার পর আর সেই কথা মনে থাকেনা। আজও সেই সেতু ও রাস্তা নির্মাণ হয়নি।এছাড়াও পাশ্ববর্তী কাঁশারা গ্রাম হতে পূর্ব ভাওয়াল তালুকদার বাড়ী এলাকায় কাঁচা সড়কের বেহাল দশায় দুর্ভোগে পোহাতে হচ্ছে স্হানীদের।
স্হানীয় ইউপি সদস্য শামীম ব্যাপারি বলেন, পূর্ব ভাওয়াল এটি একটি জনবহুল সড়ক, এ সড়ক ও জরাজীর্ণ এ সেতু দিয়ে ঐ এলাকার স্কুল, মাদ্রাসার শিক্ষার্থী ও মসজিদ ও ঈদগাহের মুসল্লীরা যাতায়াত করে। এতে সড়কটি সংস্কার সহ একটি সেতু নির্মানে ইতিপূর্বে উপজেলা পিআইও এর মাধ্যমে দুর্যোগ মন্ত্রনালয়ে একটি আবেদন পাঠিয়েছে। সড়ক সংস্কার সহ একটি সেতু নির্মান করে এলাকাসীর চলচলে দুর্ভোগ নিরশনে সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহব্বান জানান ভুক্তভোগী গ্রামবাসী।