ফরিদগঞ্জ সরকারি কলেজের দেয়ালে গ্রাফিতি অংকন করলেন ছাত্র-ছাত্রীরা


ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা তাদের নিজ উদ্যোগে গ্রাফিতি অংকন এর মাধ্যমে রাঙ্গিয়ে তুলেছেন কলেজের দেয়াল।
সরজমিনে গিয়ে দেখা যায় ৫ই সেপ্টেম্বর থেকে ৮ই সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা নিজেরাই রং ব্রাশ ও তুলিতে অংকন করছেন বিভিন্ন জনসচেতন মূলক কথা।
এ বিষয়ে জানতে চাইইলে এইচ এচ সি ২য় বর্ষের ছাত্র মোঃ ইয়াছিন পলোয়ান বলেন ৫ ই আগস্টের পরে দেশে অনেক পরিবর্তন ঘটেছে সেই পরিবর্তনকে গ্রাফিতি অংকনের মাধ্যমে মানুষের মাঝে তুলে ধরতে আমাদের এই আয়োজন।
এই আয়োজনে আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি কলেজের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দকে।
গ্রাফিতি অংকনের বিষয়ে আরো বলেন কলেজের শিক্ষার্থী আয়েশা নেহা
গ্রাফিতি অংকনের সময় উপস্থিত ছিলেন মোঃ জুম্মান পাঠান, মোঃ রাইয়ান হোসেন সিয়াম, মোঃ মিকাইদুল, মোঃ আদনান, মোঃ আরিয়ান, ফাহমিদা আক্তার, কানিজ আফরোজ,মেহেরুন নিগার সহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।