এস আর শাহ আলম

একের পর এক মামলায় জরিয়ে পড়ছেন চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ, সোমবার হাইমচর ছাএ জনতার উপর হামলার মামলায়, আইনজীবী আদালতে জামিন চাইলে আদালত ওই মামলার জামিন না মঞ্জুর করে, চাঁদপুর সদর বাষ ষ্টেন ছাএ জনতার উপর হামলার মামলায় আটক দেখিয়ে কারাগারে প্রেরণ করেছেন বলে, আসামি পক্ষের আইনজীবী থেকে জানা গেছে।
এর আগে গেলো মঙ্গলবার ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাএলীগ নেতা শাহাদাত হোসেন সবুজ পেদা, পিতা মোঃ বাচ্চু মিয়া পেদা, জানা যায় ইউনিয়ন মনিপুর গুচ্ছ গ্রামের সরকারি পুকুরের মাছ চুরির মামলায় , ইউনিয়ন চেয়ারম্যান সহ আরো ৬ জন কে আদালত কারাগারে প্রেরণ করে। এবং একজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোওয়ানা জারি করেন তবে পরের দিন বুধবার আসামি পক্ষের সিনিয়র আইনজীবী এ্যাড সেলিম আকবর ফুটাপে আটককৃত আসামিদের হাইমচর আমলী আদালতে জামিন চাইলে, আদালত, চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ সহ বাকিদের জামিন মঞ্জুর করলেও একই আদালতে পূণরায় চেয়ারম্যান এর বিরুদ্ধে গত ৪ই আগষ্ট জেলার হাইমচর উপজেলায় বৈষম্য বিরোধী ছাএ জনতার উপরে হামলার ঘটনায় শিক্ষার্থী আহসান হাবিব, (২৫) পিতা আবু পাটোয়ারী , গন্ডামারা, বাদীর
দায়েরকৃত মামলার অঞ্জাত আসামি দেখিয়ে তাকে আদালত আটক দেখিয়ে কারাগারে প্রেরণ করেছেন।
তাছারা চাঁদপুর এর দায়েরকৃত আরেকটি মামলা আমাদের সংবাদে প্রকাশের পরে আদালত তাহা নজরে নিলে, সোমবার পূণরায়, ছাএলীগ এই নেতা চেয়ারম্যান এর পক্ষে আইনজীবী আদালতে হাইমচরের মামলায় জামিন চাইলে, আদালত জামিন না মঞ্জুর করে চাঁদপুর বাস স্টান এলাকায় ছাএদের উপর হামলার সি আর (২৫) নং মামলায় এজহার নামীয় ২৯৯ নং আসামি হিসেবে শাহাদাত হোসেন সবুজ পেদা, পিতা মোঃ বাচ্চু মিয়া পেদা, কে আটক দেখিয়ে কারাগারে প্রেরণ এর নির্দেশ প্রধান করেন, এ নিয়ে ওই চেয়ারম্যান এর বিরুদ্ধে ছাএ জনতার উপর হামলার ঘটনায় দুইটি মামলায় আসামি দেখিয়ে আটক করা হয়েছে,

এদিকে সুএে জানা যায় এই আলোআিত সমালচিত চেয়ারম্যান এর বিরুদ্ধে জেলেদের চাল আর্তস্বাত করার হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ রয়েছে, যাহার কোন কুল কিনারা হয়নি, আর ভুক্তভোগী জেলেরাও ন্যায় বিচার পায়নি, এমন ও জানা গেছে তাহার বিরুদ্ধে দুদকে ও অভিযোগ থাকলেও কোন অদৃশ্যের কারনে তাহার গতি নেই বলে ইউনিয়ন বাসি জানান।