‘স্বপ্নের ফরিদগঞ্জ’ সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ


তারেক রহমান তারু
ফরিদগঞ্জ প্রতিনিধি :
‘স্বপ্নের ফরিদগঞ্জ’ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। গরীব অসহায় শিক্ষার্থী, বন্ধু এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে ইতোমধ্যে সংগঠনের কার্যক্রম শুরু হয়েছে। চলতি বছরের ১১ অক্টোবর এক বিশেষ সভায় সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
বন্ধু সাইদুল ইসলাম রনি অকাল মৃত্যুতে তার সম্ভলহীন পরিবারের পাশে দাঁড়ায় ‘স্বপ্নের ফরিদগঞ্জ’। মরহুম সাইদুল ইসলামের একাধিক ব্যাংক ও এনজিওতে লোন ছিলো। সংগঠনের নেতৃবৃন্দ তিনটি প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে তা সমাধান করে দেন।
সভায় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে আগামী ১ বছরের জন্য ওসমান গনি রনিকে সভাপতি এবং মেহেদী আশ্রাফ লিমনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন। কমিটি নিম্মরুপ : সভাপতি ওসমান গনি রনি, সহ-সভাপতি রিমন মেহেদী, ইমাম হাসান সৈকত ও নাজিম উদ্দিন। সাধারণ সম্পাদক মেহেদী আশ্রাফ লিমন, যুগ্ন সাধারণ সম্পাদক শাহেদ ইব্রাহিম, হাছান সোহাগ ও সবুজ আলম। সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, অর্থ সম্পাদক আরাফাত হোসেন, সহ-অর্থ সম্পাদকন মোহাম্মদ জুলহাস, দপ্তর সম্পাদক দিদার হোসেন, প্রচার সম্পাদক মো. আব্দুল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক নুশরাত জাহান মাহিমা। প্রতিষ্ঠাতা সদস্য কাউছার আলম সবুজ, তাহসিন মিলন, রায়হান রনি, ফরিদুল ইসলাম, ফিরোজ, কারিমা, মোজাম্মেল, রবিউল ও শাহিন।